কক্সবাজার এর অনলাইন পত্রিকা সিবিএন ও বাংলা টিভি তে ২৮/১১/২৪ইংরেজী “অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর ৬লক্ষ টাকা ও মোটর সাইকেল চিন্তাই” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।
মুল বিষয় হলো জাহেদ লতিফ জিসান এর সাথে দীর্ঘ ৬মাস পুর্বের আমার ব্যবসায়িক লেনদেন ছিলো। তার ব্যবসায়িক কাজের জন্য আমার কাছ থেকে বিভিন্ন সময়ে জিসান বালি নিয়ে যেতো। সেই বালির ব্যবসার মূল্য হিসেবে আমি তার কাছ থেকে এক লক্ষ বারো হাজার বকেয়া টাকা পাইতাম। বিভিন্ন সময় তার কাছ থেকে আমার পাওনা টাকা চাইতে গেলে সে টাকা না দিয়ে কাল ক্ষেপন করে আসছিলো। শুধু তা নয় রাজারকুল ইউপির বর্তমান চেয়ারম্যান মুফিজ তার আপন চাচা হওয়ার সুবাদে তার কাছে টাকা চাইতে গেলে চাচার প্রভাব দেখিয়ে আমাকে নানা ভাবে হুমকি ধমকি দিতো। কারন আওয়ামীলীগ নেতা মুফিজ ছিলো সাইমুম সরওয়ার কমলের খুবই বিশ্বস্থ এবং কাছের লোক।
এসব বিষয় নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ কয়েক দফা বৈঠকও হয়। সর্বশেষ গত ২৬অক্টোবর/২৪ দুপুরে চৌমুহনীতে এক শালিশ বৈঠকও হয়। ঐ বৈঠকে ফতেখাঁরকুল ইউপি’র সাবেক মেম্বার নুরুল আফছারের মধ্যস্থতায় অল্প সময়ের মধ্যে টাকা পরিশোধ এর সিদ্ধান্ত হয়। সংবাদে জিসান গাড়ি, টাকা, মোবাইলসহ যে সমস্থ জিনিস পত্র তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন তা সম্পূর্ন অবান্তর। জাহেদ লতিফ জিসান মূলত একজন গরু চোরাকারবারি।
আমার পাওনা টাকা না দিয়ে প্রতারনার আশ্রয় নিয়ে সে মূল ঘটনাকে ভিন্নহাতে ঘুরিয়ে নেওয়ার জন্য আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে বানোয়াট সংবাদ পরিবেশন করান। আমি এই সংবাদ এর তীব্র নিন্দা, জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোহাম্মদ সোহেল রানা
পিতাঃ রশিদ আহাম্মদ।
সাংঃ-ফতেখাঁরকুল, ৭নং ওয়ার্ড, রামু।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।