নিজস্ব প্রতিবেদক :

সিএমপির কোতোয়ালী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে সিটিএসবির (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক মো. আব্দুল করিম কে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে তাঁকে অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে কোতোয়ালীতে পদায়ন করা হয়।

একই আদেশে কোতোয়ালী থানার মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী কে মহানগর গোয়েন্দা পুলিশের বন্দর বিভাগে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।