সিবিএন ডেস্ক
ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে এফডিসিতে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা’ শীর্ষক ছায়া সংসদে তিনি এ তথ্য জানান।
ড. বদিউল আলম মজুমদার বলেন, “বর্তমানে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। তবে ভোটার তালিকা হালনাগাদ এবং প্রবাসীদের ভোটার অন্তর্ভুক্তি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। নির্বাচন প্রক্রিয়া সঠিক রেখে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব কমিশনের।”
তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঠিকভাবে দায়িত্ব পালন জরুরি। অতীতে যারা নির্বাচনী দায়িত্বে থেকে অপরাধ করেছে, তাদের শাস্তি নিশ্চিত করার বিধান রয়েছে। তবে সাংবিধানিক পদে থেকে যারা অপরাধ করেছে, তাদের কীভাবে শাস্তির আওতায় আনা যায়, তা খতিয়ে দেখা প্রয়োজন।”
অনুষ্ঠানে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও জনসম্পৃক্ততার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।