সিবিএন ডেস্ক ;

চীনের হুনান প্রদেশে একটি বিশাল স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে, যা এখন পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ খনি হিসেবে পরিচিত হতে যাচ্ছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, এই খনিতে প্রায় ১,০০০ টন স্বর্ণ মজুত রয়েছে।

হুনান প্রদেশের পিংজিয়াং কাউন্টিতে এই খনিটি পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য ৬০০ বিলিয়ন ইউয়ান (প্রায় ৮৪ বিলিয়ন ডলার) হতে পারে। এটি দেশটির জন্য একটি বড় ধরনের অর্থনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

থ্রি-ডি প্রযুক্তি ব্যবহার করে খনির গভীরতা পর্যবেক্ষণ করা হয়েছে এবং দেখা গেছে, তিন হাজার মিটার গভীরে বিপুল পরিমাণে স্বর্ণ মজুত রয়েছে। এই আবিষ্কার চীনের খনিশিল্প এবং অর্থনীতির জন্য বড় ধরনের সম্ভাবনা তৈরি করতে পারে।

এর আগে দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ খনিতে ৯৩০ টন স্বর্ণের মজুত পাওয়া খনি সবচেয়ে বড় হিসেবে পরিচিত ছিল। তবে, চীনের এই নতুন খনি যদি ১,০০০ টন স্বর্ণ ধারণ করে, তা হলে এটি বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ খনি হিসেবে স্বীকৃতি পাবে।

খনন কাজে সম্পৃক্ত সংস্থাগুলো জানিয়েছে, ২,০০০ মিটার গভীরে ৪০টি গোল্ড ভেইনস বা স্বর্ণের আকরিক স্তরের সন্ধান পাওয়া গেছে, যেখানে প্রায় ৩০ টন স্বর্ণ মজুত রয়েছে।