ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজারের ইতিহাসে এই প্রথমবারের মতো শনিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হলো ইংলিশ কার্নিভাল। তাও সমুদ্র নগরীর প্রথম ও একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এডভয় আয়োজিত মেধাবীদের এই অনুষ্ঠানে কক্সবাজারের বিভিন্ন এলাকার ১০টি কলেজের সাড়ে ৪ শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। যাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় আঙিনা।

নিজেদের স্বপ্নের ভবিষ্যৎ বিনির্মাণে অনুভূতির কথাও প্রকাশ করেছে ইংলিশ কার্নিভালে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। অনুপ্রেরণামূলক সুন্দর এই আয়োজনের জন্য এডভয়কে ধন্যবাদ জানিয়েছে তারা।

সিবিআইইউ অডিটরিয়ামে অনুষ্ঠিত ইংলিশ কার্নিভালে কমিউনিটি এঙ্গেজমেন্ট এবং রোলার ডেভেলপমেন্টের পাশাপাশি শিক্ষার্থীদের চমৎকার ক্যারিয়ার গাইডলাইন প্রদান করেন বক্তারা।

ইয়ুথ ও স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা গণ্যমান্য ব্যক্তিদের সমাগমে পরিপূর্ণ এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য তিনি বিশ্বের সঙ্গে কক্সবাজারের সংযোগ সেতু তৈরি করতে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনবদ্য ভূমিকা পালন করবে বলে জানান। সেই সঙ্গে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদেরকে পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

ইংলিশ কার্নিভালে অতিথি স্পিকার হিসেবে আমন্ত্রিত ছিলেন, স্মাইল ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রাফাহ্ নানজীবা তুরসা, দ্যা ডেইলি স্টার এর সিবিও মো: তাজদীন হাসান, সেলস্ এন্ড মার্কেটিং হেড ইমরান কাদির, গ্রামীণফোন একাডেমির প্রধান ফারহানা হুসাইন শাম্মু, থুফেল ও গ্রীর কান্ট্রি ম্যানেজার আনোয়ার নাসের, গেদু গ্লোবাল এজুকেশন এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আল-নাহিয়ান, প্রোগ্রাম এন্ড পার্টনারশিপ ডটলাইনস্ বাংলাদেশ এর প্রধান ফারহানা আক্তার, এসটোন ইউনিভার্সিটির উপদেষ্টা তাহমীদ রহমান, রেক্সহ্যাম ইউনিভার্সিটির বাংলাদেশ অপারেশন হেড আশীষ হালদার, প্রাইম ব্যাংক পিএলসি এর এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট এম.এম রবিউল হাসান, ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক এর নির্বাহী পরিচালক কে.এম হাসান রিপন, এটেক অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড এর কান্ট্রি ডিরেক্টর শুভাশীষ ভৌমিক, বাংলাদেশ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপের রিজিওন্যাল ম্যানেজার নকিব রহমান, বাংলাদেশ সিস্টেম এডমিনিস্ট্রেটরস ফোরামের সাধারণ সম্পাদক মুহিব্বুল মুক্তাদির তানিম।

স্পেশাল গেস্ট হিসেবে বক্তব্য রাখেন, ভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ডঃ মোহাম্মদ তৌহিদ হোসাইন চৌধুরী, ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান মারুফ।

বর্ণাঢ্য আয়োজনটি সুচারুরূপে সম্পন্ন করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দের সমন্বয়ে গঠিত কার্নিভাল বাস্তবায়ন কমিটি। এইজন্য আহবায়ক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান তামান্না নওরিন আজম এবং সদস্য সচিব ও সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ইমাম খাইর সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। ধন্যবাদ জ্ঞাপন করেছেন জেলা ট্রাফিক বিভাগ, ট্যুরিস্ট পুলিশ, বিদ্যুৎ বিভাগসহ সহযোগিতাকারী সরকারি সকল দপ্তরের কর্মকর্তাগণকে।

আয়োজকরা জানিয়েছেন, ইংরেজি ভাষার প্রতি ভীতি কাটিয়ে ছাত্রদের দক্ষ করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ইংলিশ কার্নিভাল বাংলাদেশ।

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভেন্যুসহ যাবতীয় সহযোগিতার কারণে সফল একটি অনুষ্ঠান করতে পারায় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান, ভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ডঃ মোহাম্মদ তৌহিদ হোসাইন চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হামিদুর রহমানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এডভয় বাংলাদেশের কান্ট্রি হেড আসাদুজ্জামান রনি।