সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে রাসূল (সা.) এর জীবনীর উপর সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদ হোসাইন চৌধুরী।
বিশেষ অতিথির আলোচনা রাখেন বোর্ড অফ ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানা শিউলী, ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হামিদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরী বলেন, একজন আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন অনুকরণীয় আদর্শ। তার মদিনা রাষ্ট্রের মধ্যে সাম্যের ভিত্তিতে প্রত্যেক ধর্মের মানুষের সহাবস্থান ছিল। সাম্য ও মানবিকতার মাধ্যমে সাদা-কালোর বৈষম্য দূর তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
জনাবা মাহবুবা সুলতানা শিউলি বলেন, “রাসুলের জীবনচরিত জানা কোন মানুষ কারো ক্ষতি করতে পারেন না। কারণ রাসুলুল্লাহ কখনো কারো কোন ক্ষতি করেন নি। সর্বদা উপকার করেছেন। তোমরাও দেশ ও জাতির উপকারে নিয়োজিত হবে।”
প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, “রাসুলুল্লাহ সা. এর সিরাত গবেষণা করতে হবে সিরাতের ক্ল্যাসিক্যাল গ্রন্থগুলো থেকে। তাহলে রাসুলুল্লাহর জীবনের উদ্দেশ্যগুলো সুন্দরভাবে জানা সহজ হবে।”
জনাব মোহাম্মদ হামিদুর রহমান, “মানবজীবনের জন্য অপরিহার্য জীবনপদ্ধতি হিসেবে রাসূলের (সা) আদর্শ অনুসরণীয়। তার জীবনের প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে মানবজীবনের জন্য মণিমুক্তা। আর তা আহরণের জন্য সিরাত পাঠের কোনো বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে ড. মুহাম্মদ আতাউল্লাহ খালেদ অনুষ্ঠানে আগত অতিথি ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি প্রত্যাশা রাখি এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এবং সাধারণ শিক্ষার্থীরা সর্বকালের সেরা মানবজীবনী পাঠ করার মাধ্যমে জীবন গড়ার প্রত্যয় করবেন।”
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগের প্রভাষক নাঈমউদ্দিন মাহমুদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক মোহাম্মদ আব্দুল আজিজ। আরও উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক ও প্রক্টর মোহাম্মদ বদিউল আলম, প্রভাষক মোহাম্মদ জায়েদ প্রমুখ।
আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় কুইজ প্রতিযোগীতায় বিজয়ী ১০ জন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী ৪জনকে ক্রেস্ট,সার্টিফিকেট ও মূল্যবান বই প্রদান করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।