সিবিএন ডেস্ক ;
মহেশখালী উপজেলার শিক্ষা সহায়ক মানবতার সংগঠন RB24 ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত “RB24 মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা ২০২৪” প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে।
এদিন, ৩০ শে নভেম্বর, সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত মহেশখালী কলেজ ও কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ে দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক, মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, এবং RB24 ফাউন্ডেশনের উপদেষ্টা ও অস্ট্রেলিয়ান প্রবাসী ফয়সাল আমিনসহ আরও অনেকে।
এতে মহেশখালী উপজেলার ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর মোট ৬১৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেন।
ফুটন্ত কিশোর ক্লাবের প্রতিষ্ঠাতা সাখাওয়াত হোসেন আদনান অনুষ্ঠানে বলেন, বৃত্তি পরীক্ষার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানিয়েছেন, আগামী ৫ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
এদিকে, RB24 মেধাবিকাশ বৃত্তি পরীক্ষায় বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন এম.কে রোফিং অস্ট্রেলিয়ার চেয়ারম্যান এবং RB24 ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল আমিন। তিনি জানান, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের এক বছরের লেখাপড়ার খরচ তাদের ফাউন্ডেশন সহযোগিতায় প্রদান করা হবে।
তিনি আরও বলেন, “আমরা মহেশখালী থেকে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে তাদের এক বছরের ফ্রি লেখাপড়ার ব্যবস্থা করব। আশা করি, এ উদ্যোগের মাধ্যমে অন্য শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি হবে এবং প্রতিটি শিক্ষার্থী পড়ালেখায় মনোযোগী হবে।”
এ পরীক্ষায় অংশগ্রহণকারী ৬১৮ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জনকে বৃত্তি প্রদান করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।