সিবিএন ডেস্ক ;
জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তার থেকে উদ্ভূত ক্ষতির বিষয়গুলো তুলে ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হলো ‘সেইভ নেচার, সেইভ লাইভস’ শীর্ষক দিনব্যাপী কর্মসূচি। এ আয়োজনটি করেছে উদীয়মান তরুণ-তরুণীদের সংগঠন ‘ইয়াং উইমেন লিডার্স ফর পিস বাংলাদেশ’।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় লাবণী পয়েন্টে এই সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। কর্মসূচির অংশ হিসেবে ছিল সমুদ্র সৈকত পরিষ্কার (বীচ ক্লিনিং) এবং সচেতনতা বৃদ্ধির জন্য থিয়েটার প্রদর্শনী। এ উদ্যোগে সহযোগিতা করেছে ‘গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন্স পিস বিল্ডার।’
দিনব্যাপী কার্যক্রমে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সম্ভাব্য ক্ষতি এড়ানোর কৌশল এবং ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।
এই কর্মসূচিতে টুরিস্ট পুলিশের প্রতিনিধিরা, রাইটস ফর উইমেন ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র প্রোগ্রাম অফিসার আলমগীর সিকদার, গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন্স পিস বিল্ডারের বাংলাদেশের প্রোগ্রাম অফিসার পাহীমা আহমদ এবং ইয়াং উইমেন লিডার্স ফর পিস-এর ২৫ জন সদস্য অংশ নেন।
‘ইয়াং উইমেন লিডার্স ফর পিস বাংলাদেশ’-এর সদস্য রিমা সুলতানা রিমু জানান, তারা লাবণী পয়েন্ট থেকে শুরু করে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত সমুদ্র সৈকত পরিষ্কার করেন। বিকেলে সুগন্ধা পয়েন্টে থিয়েটার প্রদর্শনীর মাধ্যমে সচেতনতার বার্তা পৌঁছে দেন।
অপর এক সদস্য আরজিনা বেগম বলেন, _“কক্সবাজার সমুদ্র সৈকত আমাদের জাতীয় সম্পদ। কিন্তু প্রতিদিনের অপরিচ্ছন্নতায় এটি দূষিত হচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত সৈকত পরিচ্ছন্ন রাখা।”_
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।