সিবিএন ডেস্ক:

দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে প্রায় ৭০০ যাত্রী নিয়ে ‘বার আউলিয়া’ নামক জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়।

সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও জাহাজটির পরিচালক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, “নয় মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ প্রথমবার জাহাজ চলাচল শুরু হয়েছে। যাত্রীদের মধ্যে স্থানীয় বাসিন্দারাও ছিলেন। এতে শুধু পর্যটকদের মধ্যে নয়, পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্টদের মধ্যেও স্বস্তি দেখা দিয়েছে।”

জাহাজটি বিকেল সাড়ে ৩টায় সেন্টমার্টিন পৌঁছানোর কথা এবং সন্ধ্যা ৫টায় আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে।

সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক এবং কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াছমিন চৌধুরী জানান, “প্রথমদিনে পর্যটক পরিবহনে কোনো অসংগতি পাওয়া যায়নি। তবে পর্যটক হয়রানি বা অন্য কোনো অনিয়ম সহ্য করা হবে না।”

উল্লেখ্য, নাফ নদীতে ডুবোচর জেগে ওঠা এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে টেকনাফ থেকে সরাসরি জাহাজ চলাচলের অনুমতি আপাতত দেওয়া হয়নি। কক্সবাজার থেকে সরাসরি সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। বাকি ছয় মাস সাগরের উত্তাল অবস্থার কারণে এই রুটে জাহাজ চলাচল বন্ধ থাকে।

আগামীকাল সোমবার (২ ডিসেম্বর) থেকে আরও দুটি জাহাজ—‘কেয়ারি সিন্দাবাদ’ এবং আরেকটি নতুন জাহাজ চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।