সিবিএন ডেস্ক:
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের অর্থনীতির প্রকৃত চিত্র আড়ালে রাখা হয়েছিল এবং জিডিপি প্রবৃদ্ধি নিয়েও মিথ্যাচার করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই অর্থনৈতিক শ্বেতপত্র হস্তান্তর করেন।
প্রতিবেদন গ্রহণকালে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এই প্রতিবেদন একটি ঐতিহাসিক দলিল। আর্থিক খাতে যেসব ঘটনা ঘটেছে, তা ছিল আতঙ্কজনক। এগুলো আমাদের সামনেই হয়েছে, অথচ কেউ এসব নিয়ে কথা বলেনি।”
শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে, বিগত সরকারের সময়ে সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির ব্যাপক বিস্তার ছিল। সেই সময়ের শীর্ষ আমলারা রাজনৈতিক ক্ষমতার সাথে জোট বেঁধে দুর্নীতিতে জড়িয়েছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ বছরে অর্থনৈতিক কর্মকাণ্ডে নানামুখী অনিয়ম, উন্নয়ন প্রকল্পে প্রশ্নবিদ্ধ অর্থ ব্যয়, বিদেশি ঋণের অপব্যবহার, ব্যাংক খাতের লুটপাট এবং জিডিপি ও মূল্যস্ফীতির তথ্য বিকৃতির মতো বিষয়গুলো প্রকাশ্যে আনা হয়েছে। পাশাপাশি বাজেট বাস্তবায়নের স্বচ্ছতার অভাব এবং রাজস্ব আহরণের দুর্বলতার কথাও উল্লেখ করা হয়েছে।
শ্বেতপত্রে সংকট থেকে উত্তরণের জন্য বেশ কিছু সুপারিশও করা হয়েছে।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।