সিবিএন ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার(০১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে স্বাধীনতা ফোরামের আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্প্রতি ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ার পরই মির্জা আব্বাস তার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করেন।
তিনি বলেন, “বিজয়ের প্রথম দিনে সুখবর এসেছে। সেই মামলায় তারেক রহমানকে মিথ্যা সাজা দেওয়া হয়েছিল। এটা ছিল বিদেশি শক্তির পরিকল্পিত ষড়যন্ত্র, যাতে বিএনপি এবং খালেদা জিয়াকে ফাঁসানো হয়। তবে আল্লাহর রহমতে তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন। তিনি শিগগিরই আমাদের মাঝে ফিরে আসবেন।”
মির্জা আব্বাস আরও বলেন, “বিগত দিনে বিএনপি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু আমাদের নেতৃত্ব অত্যাচার সহ্য করেছে। তারেক রহমান এখন সুস্থ আছেন এবং দেশে ফিরে আসতে প্রস্তুত।”
আলোচনা সভায় আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ সঠিক ইতিহাস ধ্বংস করেছে এবং ১৫ বছরে দেশকে লুটপাটের স্বর্গে পরিণত করেছে। তারা গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছে। বিএনপি গণতন্ত্র এবং সুষ্ঠু সংবাদমাধ্যমের পক্ষে।”
মির্জা আব্বাস দাবি করেন, বিএনপি সবসময়ই দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় লড়াই করেছে। “শহীদ জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যা আমরা বারবার বলবো। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না। তাদের কার্যক্রম প্রমাণ করে তারা সন্ত্রাসী গোষ্ঠী।”
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।