নিজস্ব প্রতিবেদক:
দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা কক্সবাজার শাখার সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) শহরের কচ্ছপিয়া পুকুর পাড়স্থ মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিক উল্লাহ।
তিনি বলেন, নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে দ্বীনি শিক্ষার সমন্বয় থাকতে হবে।
শাখা প্রধান ক্বারী ইয়াহিয়া মানিকের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ রিয়াদ হায়দার, কো-অর্ডিনেটর আবু সাইম মুহাম্মদ ফোরকান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ইমাম খাইর।
শাখা কো-অর্ডিনেটর শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।