নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার ২০২৫ – ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) জরুরী রুকন সমাবেশে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক।

এর আগে জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী মজলিসে শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে শহর আমীর নির্বাচিত হন আব্দুল্লাহ আল ফারুক। পরে তিনি শুরা সদস্যদের সাথে পরামর্শ করে সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।

পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ:
◆ আমীর: আব্দুল্লাহ আল ফারুক
◆ নায়েবে আমীর: কফিল উদ্দীন চৌধুরী
◆সেক্রেটারী: রিয়াজ মুহাম্মদ শাকিল
◆ এ‍্যাসিস্ট্যান্ট সেক্রেটারি: শহীদুল আলম বাহাদুর ও দরবেশ আলী আরমান
◆ সাংগঠনিক সম্পাদক: আব্দুর রশিদ, মো: শহীদুল্লাহ ও কামরুল হাসান
◆ যুব ও ক্রীড়া সম্পাদক : জাহেদুল ইসলাম নোমান
◆ মানব সম্পাদক ও আইটি: বদিউল আলম।
◆ শিক্ষা ও গবেষণা সম্পাদক : রফিকুল ইসলাম
◆ ওলামা ও দাওয়াহ সম্পাদক: আবু সায়েম মো: ফোরকান
◆ বায়তুলমাল সম্পাদক: মাশরুর নিশাত
◆ পাঠাগার ও প্রকাশনা: আব্দুল হাকিম মাসুম
◆ প্রচার ও মিডিয়া সম্পাদক: আব্দুল মোতালেব মাসুদ।
◆ ভিন্ন ধর্মালম্বী বিষয়ক সম্পাদক: নুরুল আমিন