সিবিএন ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পতনের আগেও পাচারের জন্য ৬০ হাজার কোটি টাকা ছাপিয়েছে শেখ হাসিনা সরকার।

রোববার (১ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রকাশিত শ্বেতপত্রের খসড়া রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, শ্বেতপত্রে শেখ হাসিনার শাসনামলে দেশে অর্থনৈতিক অনিয়ম ও লুটপাটের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। এই শ্বেতপত্রের খসড়া রিপোর্ট সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তেজগাঁও কার্যালয়ে হস্তান্তর করেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

শফিকুল আলম বলেন, “শ্বেতপত্রে উন্নয়নের বয়ানের পোস্টমর্টেম করা হয়েছে। যে চিত্র উঠে এসেছে তা রীতিমতো রক্ত হিম করার মতো। গরিব মানুষের অর্থ লুটপাট করে পাচার করা হয়েছে। অধ্যাপক ইউনূস বলেছেন, এই লুটপাটের চিত্র পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা উচিত।”

তিনি আরও জানান, পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য সরকার এফবিআইসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার দ্রুত উদ্যোগ নিচ্ছে। সিন্ডিকেট ভাঙার প্রচেষ্টাও চলছে।

অর্থনৈতিক শ্বেতপত্রে আরও উল্লেখ করা হয়েছে, দেশে খেলাপি ঋণের পরিমাণ ৩০ শতাংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন করে টাকা ছাপানোর কারণে মুদ্রাস্ফীতিতে প্রভাব পড়বে না বলে দাবি করেন প্রেস সচিব।