সিবিএন ডেস্ক:
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
সোমবার( ২ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় রাজধানীর আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগরের পানির ট্যাংকি মোড়ে এসে মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, “ভারতের হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির হাজার বছরের ইতিহাস পরিকল্পিতভাবে ধ্বংস করছে মোদি সরকার। আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনে উগ্রবাদী হামলার আমরা তীব্র নিন্দা জানাই। শেখ হাসিনার নেতৃত্বে ভারতে থেকে এ দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে এ দেশের জনগণ তা সফল হতে দেবে না।”
বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন বলেন, “ভারতের কসাই মোদি সরকার যদি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চালাতে থাকে, তাহলে তার প্রভাব ভারতের নিরাপত্তার ওপরও পড়বে। ভারতের উচিত শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা।”
সাধারণ সম্পাদক নাদিম হাসান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আগরতলায় হামলাকারীদের যদি গ্রেফতার এবং বিচার না করা হয়, তবে যুব অধিকার পরিষদ ভারতীয় হাইকমিশন ঘেরাও করবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন উচ্চতর পরিষদ সদস্য অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, যুব অধিকার পরিষদের সহ-সভাপতি রাহুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মুন, অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক সবুজ সেরনিয়াবাত, ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হিরন, পেশাজীবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন, এবং শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান।
বিক্ষোভকারীরা ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার পাশাপাশি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।