মো. আরকান, পেকুয়া:
পেকুয়া আওয়ামী লীগ নেতা সুলতান মোহাম্মদ রিপন (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুলতান মোহাম্মদ রিপন মগনামা মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুহুরীপাড়ার মাহবুবুর রহমান চৌধুরীর ছেলে।
সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সশস্ত্র অবস্থা নিয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা।
তিনি জানান, রিপনের বিরুদ্ধে পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।