নতুন নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। নতুনভাবে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’।
বাংলাদেশ ব্যাংক ও সরকারের চূড়ান্ত অনুমোদনের পর ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন শুরু হয়েছে। ধাপে ধাপে সব নোটের ডিজাইন বদলানো হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা জানিয়েছেন, নতুন নোট ছাপার কার্যক্রম অনেকটাই এগিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসবে নতুন নোট।
টাকশালের এক কর্মকর্তা জানিয়েছেন, টেন্ডারের কাজ শেষ হলেই নতুন নোট ছাপানো শুরু হবে। প্রয়োজন অনুযায়ী মুদ্রণ শিগগিরই চালু হবে।
গত ২৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব দিতে নির্দেশ দেয়।
বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন নোট চূড়ান্ত করা হবে। কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।