সিবিএন ডেস্ক
বাংলাদেশের রপ্তানি বাণিজ্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
তিনি বলেন, এক পণ্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশের রপ্তানি সম্ভাবনাকে সংকটাপন্ন করে তুলেছে। টিকে থাকতে হলে পণ্য এবং বাজারের বৈচিত্রকরণ জরুরি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বিশ্ব বাণিজ্য সংস্থার বিরোধ নিষ্পত্তি বিষয়ক এক কর্মশালায় বক্তব্য রাখেন তিনি।
শেখ বশির উদ্দিন উল্লেখ করেন, বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক সুবিধা থাকলেও অশুল্ক বাধার কারণে তার সঠিক সুফল পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, “এই কঠিন পরিস্থিতিতে রপ্তানি বাণিজ্য টিকিয়ে রাখতে হলে দক্ষতা এবং পণ্যের গুণগত মান বৃদ্ধি ঘটানো জরুরি। বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি ও কৌশলগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখলে এ সংকট উত্তরণ সম্ভব।”
কর্মশালায় বক্তারা আরও বলেন, ২০২৬ সালে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলে বাংলাদেশ শুল্ক সুবিধা হারাবে, যা রপ্তানি খাতের প্রতিযোগিতা বাড়াবে। এ পরিস্থিতিতে বহুপাক্ষিক বাণিজ্যে সক্রিয় না হলে দেশের রপ্তানি বাজার আরও সংকুচিত হওয়ার ঝুঁকি রয়েছে। বাণিজ্য বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করার পরামর্শ দেন তারা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।