সিবিএন ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আদেশ জারি করে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. হারুনুর রশিদ জানান, গত ১৯ নভেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) শরিফুল ইসলামকে গ্রেফতার করে। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (২) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।
গত ১৮ নভেম্বর রাতে রংপুর মহানগরীর আলমনগর এলাকা থেকে শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরদিন ১৯ নভেম্বর বিকেলে রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিবিআই তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, শরিফুল ইসলামের বিরুদ্ধে ১৬ জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী আবু সাঈদকে গুলির ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, তিনি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একত্রিত হয়ে হামলায় নেতৃত্ব দেন।
অভিযোগ প্রমাণে ১৪টি স্থির চিত্র, একাধিক ভিডিও ফুটেজ এবং মোট ২৯টি পৃথক প্রমাণ উপস্থাপন করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।
শরিফুল ইসলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং ঘটনার সময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।