সিবিএন ডেস্কঃ
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে।
আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এতে ক্রিকেট ইভেন্টে ছয়টি দলে অংশ নিচ্ছেন ১২০ জন আইনজীবী।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ক্রিকেট দল ঘোষণা করেছে টিম স্ট্রাইকারস অফ ল। এই দলে মোট ২৫ জন আইনজীবী অংশগ্রহণ করছেন। টিমের সিইও হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মোঃ সাজিদ আবেদীন (এপিপি)।
টিম ম্যানেজমেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট রাশেদ, আ্যাডভোকেট মোসলেম উদ্দিন ভূইয়া, অ্যাডভোকেট তাজমিন হুদা সেতু, অ্যাডভোকেট মাহফুজ ও অ্যাডভোকেট পিয়া। এছাড়া টিম ম্যানেজার হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আহসান উদ্দিন এবং অ্যাডভোকেট এজাজুল হক খোকন। দলের অধিনায়ক হিসেবে থাকছেন অ্যাডভোকেট অনিক। সহ- অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট সৌম্য।

দলটির সিইও মোঃ সাজিদ আবেদীন (এপিপি) জানান, এই ক্রীড়া প্রতিযোগিতা আইনজীবীদের মিলনমেলায় পরিণত হবে। বিজয়ী ট্রফি লুপে নিতে বেশ কয়েকটি যোগ্য দল থাকলেও শেষ পর্যন্ত ট্রফি টিম স্ট্রাইকারস অফ ল এর হাতেই উঠবে।