নুরুল আমিন হেলালী,কক্সবাজার :
পর্যটন নগরী কক্সবাজারে অস্ত্রসহ ৫ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ।
৩ নভেম্বর (সোমবার)ভোর আনুমানিক ৪:৫০ মিনিটের সময় তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, এসআই(নিঃ)সৌরভ বড়ুয় শহর পুলিশ ফাঁড়ির সঙ্গীয় ফোর্স সহ রাত্রিকালীন মোবাইল-৩ ডিউটি চলাকালীন কক্সবাজার সদর থানাধীন পৌরসভার ১০নং ওয়ার্ডস্থ ঈদগাঁ ময়দান সংলগ্ন তিন রাস্তার মোড় হইতে ৪টি বিভিন্ন ধরনের ধারালো ছুরি এবং ছিনতাই কাজে ব্যবহৃত ১টি টমটম অটোরিক্সাসহ ৫জন ছিনতাইকারীকে আটক করে। আটককৃত আসামীরা হচ্ছে শহরের সমিতি পাড়ার বাসিন্দা আলী হোসেনর পুত্র সাহেদ হোসেন(১৮),একই এলাকার নুর নবী পুত্র মোঃরহিম(১৯),মোক্তার আহমদের পুত্র মোঃরাকিব(১৯),চকরিয়া ঢেমুশিয়া এলাকার নুর নবী পুত্র শহীদ হোসাইন(২৫) এবং অপরজন হচ্ছে মহেশখালী কুতুবজোম চরপাড়া এলাকার বাসিন্দা নবাব সিরাজুল ইসলামের পুত্র আবাদু রহিম(১৬)।
এসময় তাদের কাছ থেকে ১টি ধারালো টিপ ছুরি, যাহা খোলা অবস্থায় লম্বা অনুঃ ৯ইঞ্চি ৩ সুতা,১টি ধারালো ফোল্ডিং ছুরি যাহা খোলা অবস্থায় লম্বা অনুঃ ৭.৫ ইঞ্চি,১টি ধারালো ফোল্ডিং ছুরি যাহা খোলা অবস্থায় লম্বা অনুঃ ৭.৫ ইঞ্চি,১টি ধারালো ফোল্ডিং ছুরিসহ ছিনতাই কাজে ব্যবহৃত ১টি ব্যাটারি চালিত টমটম অটোরিক্সা জব্দ করা হয়। আসামিদের সঠিক নাম-ঠিকানা যাচাই-বাছাই পুর্বক মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে। কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ একখুদে বার্তায় অস্ত্রসহ ৫ছিনতাইকারী আটকের সত্যতা নিশ্চিত করেছে।