সংবাদ বিজ্ঞপ্তি:
“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টেকনাফে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) টেকনাফ উপজেলার সমাজসেবা কার্যালয়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও এফআইভিডিবিসহ বিভিন্ন এনজিও সমুহের যৌথ উদ্যোগে এই দিবস পালিত হয়। DFAT-AHP অর্থায়িত সেন্ট্রালিটি অফ প্রোটেকশন ইন প্রোট্রাকটেড ক্রাইসেস (সিপিপিসি) প্রকল্পের অধীনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও এফআইভিডিবি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

টেকনাফ উপজেলা চত্বরে সকালে র‌্যালি, ও পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, আরিফ উল্লাহ নিজামী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), টেকনাফ, কক্সবাজার। তিনি তাঁর বক্তব্যে প্রতিবন্ধি জনগণের অধিকার এবং নেতৃত্ব বিকাশে অন্তর্ভূক্তিমূলক উদ্যোগের ওপর জোর দেন। তিনি বলেন, “আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে সমাজে উপেক্ষিত না হয় এই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। প্রতিবন্ধী জনগণের উন্নয়নে সমন্বিত প্রচেষ্টা আমাদের সমাজকে আরও সমৃদ্ধ এবং টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।” অলি আহমদ নামের একজন প্রতিবন্ধী ব্যক্তিকে ‘প্রতিবন্ধী কার্ড’ প্রদানের মধ্যমে উক্ত দিবসের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং প্রতিবন্ধি ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা প্রতিবন্ধী জনগণের প্রতি বৈষম্য দূরীকরণ, তাদের দক্ষতা উন্নয়ন, এবং নেতৃত্ব প্রদানে সহায়তার জন্য বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। সেমিনারে বক্তারা প্রতিবন্ধী জনগণের প্রতি বৈষম্য দূরীকরণ, সামাজিক অন্তর্ভূক্তি, এবং তাদের দক্ষতা উন্নয়ননিয়ে আলোচনা করেন। পাশাপাশি, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং অন্যান্য সুযোগ-সুবিধার সম্প্রসারণে কীভাবে টেকসই পরিকল্পনা গ্রহণ করা যায়, তা নিয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অফিসার, জনাব সোহরাব হোসাইন বলেন “বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও সমাজের প্রতিবন্ধী ব্যক্তিরা বিভিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে। অন্তত তাদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি এখন আগের চেয়ে উন্নত। সরকারি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন NGO প্রতিষ্ঠানও তাদেরকে সমাজে অন্তর্ভূক্তির লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

সেমিনারে উপস্থিত প্রতিবন্ধিদের মধ্যে জনাব নুরুল মুস্তফা তার বক্তব্যে প্রতিবন্ধিরা যেন সমাজের গন্যমান্যদের সাথে চলতে পারে, ২০১৩ এর আইন অনুযায়ী যে ২০ টা অধিকারের কথা বলা আছে তা যেন যথাযথ ভাবে পালন করা হয়- এই ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার কে আন্তরিক ভাবে বিষয়টি দেখার জন্য অনুরোধ জানান। পাশাপাশি প্রতিটি ইউনিয়নের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক কমিটিগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে এবং স্কুল কলেজ- অফিস আদালত সব ক্ষেত্রেই যেন প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে।”

আরেক জন প্রতিনিধি জনাব মোঃ হোসাইন উপজেলা নির্বাহি অফিসার ও সমাজ সেবা অফিসারের কাছে সুনির্দিষ্ট দুটি দাবী উত্থাপন করেন- ১. প্রতিবন্ধী ব্যক্তিদের অর্গানাইজেশন/দলগুলোর কার্যক্রমের ধারাবাহিকিতা বজায় রাখার জন্য নির্দিষ্ট একটা জায়গা দরকার যেখানে সবাই একসাথে বসতে পারবে, এক্ষেত্রে বিভিন্ন ইউনিয়নে যে সরকারি খাস জমি আছে তা ব্যবহার করার অনুমতি প্রদানে আর্জি জানান। এবং ২. বিভিন্ন জীবন উন্নয়নমূলক ট্রেনিং এ যেন তাদের কে অন্তর্ভূক্ত করা হয়, যাতে করে তারা দেশের উন্নয়নে নিজেদের কে কাজে লাগাতে পারে।

অনুষ্ঠানের সমাপনীতে সভাপতি টেকনাফ উপজেলা সমাজ সেবা অফিসার জনাব খোরশেদ আলম উপস্থিত সবাইকে সম্ভাষণ জানিয়ে বক্তব্যে বলেন যে- “আমরা জানি অন্তর্ভূক্তিমূলক সমাজ বাস্তবায়নে তাদের (প্রতিবন্ধী ব্যক্তি) উপস্থিতি ও অংশগ্রহণ আবশ্যক।” তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের সবাইকে সরাসরি অফিসে যোগাযোগ রাখতে বলেছেন এবং কোনো ধরণের দালাল বা মধ্যস্বত্ত্বভোগীর সহায়তা নিয়ে প্রতারিত না হওয়ার জন্য সতর্ক করেছেন। পরিশেষে তিনি বলেন যে, আজ থেকে ১০ বছর আগে প্রতিবন্ধিদের প্রতি সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি ও বর্তমানের দৃষ্টিভঙ্গির বিস্তর ফারাক দৃশ্যমান যা আমাদের এত দিনের পরিশ্রমের সুফল। আমাদের কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে হলে এই ধারাবাহিকতা বজায় রেখে আরো গুরুত্ব সহকারে কাজ করে যেতে হবে, কেবল তবেই আমরা আমাদের লক্ষমাত্রা অর্জন করতে পারব বলে আশা রাখি।”

এই অনুষ্ঠানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও এফআইভিডিবি এর সহযোগীতায় পরিচালিত প্রতিবন্ধী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত দুইটি দলের মোট ৩০ জন সদস্য টেকনাফ সদর এবং বাহারছড়া ইউনিয়ন থেকে অংশগ্রহণ করেন। সদস্যদের (প্রতিবন্ধী ব্যাক্তি) নিয়ে দুইটি গেইম এর আয়েজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।