সিবিএন ডেস্ক:
ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগি সংগঠন বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় কক্সবাজার জেলা বিএনপি’র কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বাজারঘাটায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না। তিনি বলেন, “যারা বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলা করে আমাদের দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে, তাদের অন্যতম উদ্দেশ্য অন্তবর্তী সরকারকে ব্যর্থ করা। তারা আমাদের হাইকমিশনে হামলা করেছে এবং আমাদের জাতীয় পতাকা অবমাননা করেছে। আমরা কেউ তাদের ফাঁদে পা দিবো না। আমরা শান্ত থেকে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার চৌধুরী, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, কৃষক দলের আহবায়ক গিয়াস উদ্দিন আবসেল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মোঃ ইউনুছ, সদস্য সচিব সরওয়ার রোমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল হক রাসেল, এবং কক্সবাজার জেলা ছাত্রদলের নেতা ফাহিমুর রহমান প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।