এম.মনছুর আলম, চকরিয়া :
শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার স্লোগানে” আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসন ও এনজিও সংস্থা সার্ভ বাংলাদেশ এর উদোগে নানা কর্মসুচির মধ্যদিয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবসটি পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলা পরিষদ মাঠে দিবসের সুচানালগ্নে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
জাতিসংঘ কর্তৃক এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ।’ প্রতিবন্ধী মানুষের জন্য এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের।
শোভাযাত্রা শেষে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: এরফান উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলী , উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা শাকেরা শরীফ, চকরিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা (পৌর সচিব) মাসউদ মোর্শেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএআরপিভির আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মাকছুদুল আলম মুহিত।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সমাজের দায়িত্বশীল সকলের প্রচেষ্টাই প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তিকে মূল স্রোত দ্বারায় সম্পৃক্ত করার জন্য সহযোগিতা করতে হবে। সবার সহযোগিতা ও অনুপ্রেরণা পেলে একদিন প্রতিবন্ধি নারী-পুরুষরাও সমাজের অন্য দশজন মানুষের মতো নিজের প্রতিভা বিকশিত করতে সক্ষম এবং সকল পেশায় নিজেকে নিয়োজিত করে জীবনমানের পরিবর্তন ঘটাতে পারে।
তিনি আরো বলেন, প্রতিবন্ধী মানুষের জন্য আমরা কাজ করতে চাই। সেই লক্ষ্যেই আজকের প্রতিপাদ্যের সাথে একমত হয়ে প্রত্যেক প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য নিরলসভাবে সচেষ্ট থাকবো।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে বেশকিছু সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে সবসময় প্রতিবন্ধীদের অভিভাবক হয়ে পাশে থাকার ঘোষণা দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।