সিবিএন ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সিটি কলেজ শাখার উদ্যােগে বৈষম্যমুক্ত, সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয় কলেজের সাধারণ ছাত্র/ছাত্রীদের মাঝে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মিজানুল আলম।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওসমান গনি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান সিকদার,কক্সবাজার শহর ছাত্রদলের আহবায়ক হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম,সাবেক জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুর রহমান বাবু,কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, সাজ্জাদ হোসাইন,শহর ছাত্রদলের আহবায়ক সদস্য গিয়াস উদ্দিন আজাদ,কলেজ ছাত্রদল নেতা তানজিদসহ সিটি কলেজ ছাত্রদলের একঝাঁক তরুন ছাত্রনেতা ও শহর এবং জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ শেষে কলেজের প্রিন্সিপাল ও শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।