আব্দুস সালাম, টেকনাফ;

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুই কৃষককে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন—টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়া পাড়া এলাকার আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) ও ভুলু মিয়ার ছেলে জহির (৫০)।

অপহরণের খবর পেয়ে স্থানীয়রা দলবেঁধে পাহাড়ে অপহৃতদের উদ্ধারে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কম্বনিয়া পাড়ার সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) এবং মো. সাকিব (১২) গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা সন্ত্রাসীদের একজন, এজাহার মিয়ার ছেলে সাদ্দাম (২৭)-কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহেশখালীয়া পাড়ার আব্দুস সালামের ছেলে মো. রফিক (২২), শুক্কুরের ছেলে শাহ আলম (৩০), মো. হোসেন ওরফে মনুমিয়ার ছেলে রবি আলম (২৮), মৃত নাজির হোসেনের ছেলে জাহেদ হোসেন (৩২), এবং কাচারপাড়ার শুক্কুরের ছেলে মো. হোসেন (২৫)—এই অপহরণের সঙ্গে জড়িত। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা সাইফুদ্দীন আল মোবারক বলেন, “পুলিশের একার পক্ষে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণ রোধ সম্ভব নয়। যৌথবাহিনী গঠন করে অভিযান চালানো হলে অপহরণ রোধ করা সম্ভব হবে। আমরা সরকারের কাছে এই দাবি জানাচ্ছি।”

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “অপহরণের খবর পেয়ে হোয়াইক্যং ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একটি টিম পাহাড়ে অভিযান চালাচ্ছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। র‍্যাব ও পুলিশ একসঙ্গে অপহৃতদের উদ্ধারে কাজ করছি।”