আওয়ামী লীগ সরকারের সময় ভারতের গোলামি করা হলেও ধর্মীয় কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়নি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
বুধবার (৪ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আওয়ামী লীগ দিল্লিকে দিয়ে বাংলাদেশ শাসন করেছে। এখন আমাদের ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। কোনো ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া যাবে না। কারণ এই আন্দোলন ব্যর্থ হলে বাংলাদেশ আর থাকবে না।”
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রেজাউল করিম বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের কারণেই স্বৈরাচারের পতন সম্ভব হয়েছে। ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ছাত্রদের ঐক্য ধরে রাখতে হবে।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।