সিবিএন ডেস্ক

সম্প্রতি দুই দেশের মধ্যে অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশি রোগীদের চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)।

বুধবার (৪ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের দুই চিকিৎসক এন কাঞ্জিলাল ও কৌশিক চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান।

তারা বলেন, “কোনোভাবেই বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করা যাবে না। তাদের চিকিৎসা দেওয়া এবং হয়রানি না করার জন্য চিকিৎসকদের মানবিক হতে হবে।”

এদিন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল চেম্বার অব কমার্সের সদস্য অনির্বাণ গুপ্তও দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই আহ্বান জানান।

চিকিৎসকদের পক্ষ থেকে দ্রুত একটি হেল্পলাইন চালুর ঘোষণাও দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশি রোগীরা চিকিৎসা সংক্রান্ত সহায়তা পাবেন।

এ বিষয়ে চিকিৎসকরা আরও বলেন, চলমান অস্থিরতায় ভারত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষত মেডিকেল ট্যুরিজমে। দুই দেশের সম্পর্ক মজবুত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর কলকাতার এক চিকিৎসক বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, যা নিয়ে সমালোচনা শুরু হয়।