যুক্তরাজ্যে ছেলেদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহাম্মদ’। দেশটির সরকারি সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) এক জরিপে এ তথ্য জানানো হয়। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।
আরবি ভাষায় মুহাম্মদ নামটির অর্থ প্রশংসনীয়। ইসলাম ধর্মের শেষ নবীর নামও হজরত মুহাম্মদ (স.)। ইসলামি দেশগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার মতো দেশগুলোতে এ নামটি খুব প্রচলিত।
ওএনএসের নতুন জরিপ অনুযায়ী, মুহাম্মদ নামটি জনপ্রিয়তায় ‘নোয়াহ’কে ছাড়িয়ে গেছে। নোয়াহ নামটি দ্বিতীয় স্থানে রয়েছে। যুক্তরাজ্যে ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অলিভার নামটি।
এদিকে যুক্তরাজ্যে টানা অষ্টম বছরের মতো মেয়েদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে প্রথম অবস্থান ধরে রেখেছে ‘অলিভিয়া’। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ‘অ্যামেলিয়া’ ও ‘আইলা’।
প্রতি বছর ওএনএস সর্বশেষ শিশুর নাম সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় এবং অপ্রিয় নামগুলো প্রকাশ করে।
ওএনএস জানায়, ২০২৩ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে ৪ হাজার ৬৬১ জন শিশুর নাম রাখা হয় ‘মুহাম্মদ’। ২০২২ সালে ৪ হাজার ১৭৭টি শিশুর এই নাম রাখা হয়েছিল।
দ্য টেলিগ্রাফের বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সালে যুক্তরাজ্যের ছেলেদের দুটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা আরবি নাম ‘আয়মান’ ৪৭ শতাংশ এবং ‘হাসান’ ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া মেয়েদের মধ্যেও আরবি নামগুলোর উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। ‘আইজাল’ ৪৭৯ শতাংশ, ‘ইনায়া’ ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।