সোয়েব সাঈদ, রামু
রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের হতদরিদ্র কৃষক সুলতান আহমদের ৮০ শতক জমির পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের নেতাকর্মীরা। শনিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রম পরিচালিত হয়। ধান কাটার পর তা কাঁধে নিয়ে কৃষকের বাড়ির আঙিনায় পৌঁছে দেন তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জোয়ারিয়ানালা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং ধান কাটায় অংশ নেন: রামু উপজেলা কৃষকদল শাখার আহ্বায়ক হালিমুর রহমান মিয়াজী, সদস্য সচিব আনোয়ারুল হক সিকদার, জোয়ারিয়ানালা ইউনিয়ন কৃষকদলের সভাপতি সৈয়দ করিম, সাধারণ সম্পাদক মনজুর আলম, সিনিয়র সহ-সভাপতি মমতাজ আহমদ, সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, সহ-সভাপতি শাহাজাহান, মনজুর আলম, মোহাম্মদ হাসান, যুগ্ম সম্পাদক আব্বাস উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মী।
এছাড়া স্থানীয় বাসিন্দারাও স্বেচ্ছায় এ মহৎ উদ্যোগে অংশ নেন।
রামু উপজেলা কৃষকদলের আহ্বায়ক হালিমুর রহমান মিয়াজী এবং সদস্য সচিব আনোয়ারুল হক সিকদার বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। তার আদর্শ ধারণ করে গরিব ও অসহায় কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা সুলতান আহমদের ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিয়েছি। এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় কৃষক সুলতান আহমদ ধান কেটে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কৃষকদল এবং স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।