সিবিএন ডেস্ক ;
কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে শুরু হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। এ আয়োজনের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) কক্সবাজার জেলা শাখা। পৃষ্ঠপোষকতায় রয়েছে কক্সবাজার হজ্ব কাফেলা, ব্যবস্থাপনায় কক্সবাজার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ও কক্সবাজার অনুবাদ কেন্দ্র এবং সার্বিক সহযোগিতায় বৃহত্তর রুমালিয়ার ছড়া সমাজ উন্নয়ন পরিষদ।
এটি বর্তমান বিশ্বের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বলে আয়োজকরা দাবি করেছেন।
সম্মেলনে অংশ নেবেন বিশ্বখ্যাত ক্বারীরা, যেমন: মিসর: ক্বারী ইয়াসির শারক্বাউঈ, ইরান: ক্বারী হামিদ রেজা আহমাদী ওয়াফা, পাকিস্তান: ক্বারী হাম্মাদ আনোয়ার নাফীসী, মরক্কো: ক্বারী শাইখ ইলিয়াস আল-মিয়াউঈ, বাংলাদেশ: প্রধান ক্বারী শাইখ আহমাদ বিন ইউছুফ আল-আযহারী।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী শিশু ক্বারী এবং কক্সবাজারের গর্ব মুহাম্মদ মুশফিকুর রহমান।
সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) কক্সবাজার জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা তোফাইল উদ্দিন চৌধুরী।
উপস্থিত সবাইকে এই মহিমান্বিত আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।