জালাল উদ্দিন কাউছার, উখিয়া:
অবশেষে টনক নড়েছে উখিয়া পল্লীবিদ্যুৎ অফিসের। কক্সবাজারের প্রথম অনলাইন গণমাধ্যম সিবিএনে সংবাদ প্রচারের পর চালানো হয়েছে অভিযান।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে পরিচালিত অভিযানে বিচ্ছিন্ন করা হয়েছে ৯ টি মিটারের সংযোগ। যেগুলোর মাধ্যমে দেওয়া হয়েছিলো ৭৯ টি অবৈধ সাইট লাইন।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া পল্লীবিদ্যুতের ডিজিএম কায়জার নূর বলেন, “অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তাদেরকে জরিমানা করা হয়,এধরণের কার্যক্রম জোরদার করা হচ্ছে মূলত অসাধুচক্র দীর্ঘদিন ধরে এই কাজ চালিয়ে আসছিলো বলে তথ্য ছিলো, সে মোতাবেক ব্যবস্থা নিয়েছি। অভিযান চলমান থাকবে যতদিন অবৈধ সংযোগ নির্মুল না হবে।

মূলত সরাসরি সম্প্রচারের মাধ্যমে কুতুপালং বাজারের বিভিন্ন অব্যবস্থাপনা তুলে ধরেন সিবিএনের উখিয়া প্রতিবেদক, যা নজরে আসে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের।