আব্দুস সালাম, টেকনাফ ;
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈংগা কাটা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি (এ্যামুনিশন)সহ অস্ত্র কারবারি মো. আমির হামজাকে আটক করেছে র্যাব-১৫।
আটক ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দৈংগা কাটা এলাকার মৃত আবুল হোছনের ছেলে মো. আমির হামজা (৩৮)।
কক্সবাজার র্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. কামরুজ্জামান, পিপিএম (সেবা), গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (১১ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের দৈংগা কাটা এলাকায় একজন অস্ত্র ও মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এর ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি (এ্যামুনিশন)সহ আমির হামজাকে আটক করে।
অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা তৈরি করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি টেকনাফের একজন চিহ্নিত অস্ত্র কারবারি।
র্যাবের এ কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।