সিবিএন ডেস্ক ;
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারণে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আটকে থাকা ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনটি চার মাস পর ভারতে ফিরে গেছে। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নীলফামারীর ডোমারের চিলাহাটি দিয়ে ভারতের হলদিবাড়ী স্টেশনে ট্রেনটি প্রবেশ করে। তবে যাত্রীবাহী এ ট্রেনের পরিষেবা পুনরায় কবে চালু হবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, দীর্ঘ চার মাস পর মিতালী এক্সপ্রেস যাত্রী ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে ফিরে গেছে। ট্রেনটির খালি বগিগুলো জীর্ণ ও ধুলোমাখা অবস্থায় বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে। দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের শান্টিং ইয়ার্ডে খোলা আকাশের নিচে পড়ে ছিল। গত ৫ আগস্ট যাত্রী নিয়ে ভারত থেকে ঢাকায় আসার পর ভারতীয় রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
রেলওয়ে সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকের পর মিতালী এক্সপ্রেস ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন ১০ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ের একটি লোকোমোটিভ ইঞ্জিন (WDM 3D 6547) ট্রেনটির খালি বগিগুলো চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ী স্টেশন পর্যন্ত পৌঁছে দেয়। পরে ভারতের ইঞ্জিন ব্যবহার করে ট্রেনটি হলদিবাড়ীর মেনটেনেন্স শেডে নিয়ে যাওয়া হয়।
২০২২ সালের ১ জুন চালু হওয়া মিতালী এক্সপ্রেস ভারতের নিউ জলপাইগুড়ি থেকে সপ্তাহে দুই দিন ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করত। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে এ ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত হয়েছে।
চিলাহাটি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হায়দার আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারণে মিতালী এক্সপ্রেস ঢাকায় আটকে ছিল। চার মাস পর কঠোর নিরাপত্তার মাধ্যমে খালি বগিগুলো ১০ ডিসেম্বর সকাল ৭টার দিকে ভারতের হলদিবাড়ী স্টেশনে পৌঁছে দেওয়া হয়। এ সময় ভারতীয় রেলওয়ের ছয়জন স্টাফ ট্রেনটির চারটি এসি বার্থ, চারটি এসি চেয়ারকার, একটি ব্রেক ভ্যান এবং দুটি পাওয়ার কার বুঝে নেন।
১৯৬৫ সালের পর ২০২২ সালের ১ জুন হলদিবাড়ী-চিলাহাটি রুটে মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল। ৫৭ বছর পর পুনরায় চালু হওয়া ট্রেনটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেল। তবে দ্রুতই এর পরিষেবা পুনরায় চালুর প্রত্যাশা করছে দুই দেশের যাত্রীরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।