নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার বড়বাজার জামে মসজিদ কমপ্লেক্স হিফজখানা ও এতিমখানার সবিনা খতম ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে মাদরাসা প্রাঙ্গণে শিক্ষার্থী মো. সাবিত নুর শেষ সবক (সবিনা খতম অর্থাৎ একাধারে ৩০ পারা কুরআন মুখস্ত তিলাওয়াত করে শোনানো) তিলাওয়াত করেন।

এরপর তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

একই অনুষ্ঠানে হিফজের নতুন সবক গ্রহণ করেছেন মো. তানভীরুল হক নামক আরেক ক্ষুদে শিক্ষার্থী।

তাকে সব প্রদান করেন বড়বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা কামাল উদ্দিন।

বড়বাজার জামে মসজিদ কমপ্লেক্স হিফজখানা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মোঃ জুনায়েদ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপদেষ্টা মাহমুদুল হক কোম্পানি, আলীর জাহাল বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিক বিন সিদ্দিক বক্তব্য রাখেন।

প্রধান শিক্ষক ছিলেন আবদুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় ব্যবসায়ী নেতাসহ মান্যগণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা কামাল উদ্দিন।