সিবিএন ডেস্ক ;
চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে গিয়ে ভুয়া তথ্য প্রদান করার সময় এক রোহিঙ্গা নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
রোহিঙ্গা নারী: সুমাইয়া আক্তার (১৯)।প্রকৃত বাবা: মো. তৈয়ব (৪৫)। ভুয়া বাবা: মো. ইসমাইল (৬৫), আনোয়ারার জুঁইদন্ডী ইউনিয়নের বাসিন্দা
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলার নির্বাচন অফিসে ছবি তোলার সময় তাদের আটক করা হয়।
জুঁইদন্ডী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম বলেন, “আমি তাদের কাগজপত্রে প্রথমে স্বাক্ষর করিনি। পরে অন্য কাগজপত্রে আমার স্বাক্ষর নেয়া হয়েছে।”
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, ছবি তোলার সময় সন্দেহ হওয়ায় রোহিঙ্গা নারীসহ অন্যদের আটক করা হয়। তারা ভুয়া জন্মনিবন্ধন সনদ জমা দিয়েছিলেন।
নির্বাচন অফিসার জানিয়েছেন, রোহিঙ্গা নারী এবং তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।