নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বিলকিস শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৬ ডিসেম্বর।

সকাল ১০ টা থেকে বেলা দুইটা পর্যন্ত মার্কেটের নিচ তলায় ভোট গ্রহণ হবে।

এতে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক পদ ছাড়াও সাধারণ সদস্যে ৭ পদে নির্বাচন হবে।

১৫ পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২৬ জন।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন মোঃ দেলোয়ার হোসেন।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন নাজমুল হুদা।

সুন্দর, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তাফসিল অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করে প্রতীকও বরাদ্দ পেয়েছেন। এরপর থেকে প্রচারণার মাঠে নেমে পড়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। দোকানে, বাসা বাড়িতে গিয়ে ভোট চাচ্ছেন।

আর পছন্দের প্রার্থীকে ভোট দিতে আগ্রহভরে ভোটের দিনের জন্য অপেক্ষার প্রহর গুনছে ব্যবসায়ীরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিলকিস শপিং কমপ্লেক্সে ৬৩ দোকানদারের মধ্যে ভোটার ৬২ জন। তাদের ভোটেই নির্বাচিত হবে আগামী ৩ বছরের নেতৃত্ব।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিতর্কিত ও ব্যবসায়ীবান্ধব নয় এমন কোন নেতৃত্ব তারা নির্বাচিত করবে না। উপকারী ও প্রকৃত ব্যবসায়ীকে তারা ভোট দেবে।

যোগ্য নেতৃত্ব নির্বাচন, উন্নয়ন ও কল্যাণমুখী সমিতি গঠনের মাধ্যমে ব্যবসায়ীদের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ সাধারণ ভোটারগণ।