প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার সদর থানা প্রতিনিধি কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়  ১২/১২/২৪ ইংরেজি সন্ধ্যা ৭ টায়। শহরের অস্থায়ী কার্যালয়ে সংগঠক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় ও সংগঠক নুরুল আবছার সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য এএসএম সুজা উদ্দিন।
উপস্থিত প্রতিনিধিবৃন্দ স্ব স্ব পরিচয় প্রদানের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ ও বিভিন্ন ভাবে ফ্যাসিস্ট সরকারের হয়রানির স্মৃতি উপস্থাপন করেন।
কেন্দ্রীয় কমিটির সদস্য এএসএম সুজা উদ্দিন বলেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিট অনুমোদন দেওয়া হচ্ছে। উক্ত কমিটির মেয়াদ ৬০ দিন পর্যন্ত বহাল থাকবে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা প্রদান করবেন কেন্দ্রীয় কমিটি।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার সদর থানা প্রতিনিধি কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।ভোরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও বিজয়ী র ্যালী, জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মৃতিচারণ ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত এবং গণ জমায়েতের মাধ্যমে বিপ্লবী মঞ্চ উদ্বোধন।১৭ ডিসেম্বর পাহাড়তলী এবং নাজিরারটেক মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষকে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা । পরবর্তী দিনগুলোতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লিগ্যাল কাউন্সেলিং সেবার মাধ্যমে আইনী পরামর্শ সহায়তা এবং শহীদ মিনারে সম্প্রীতি সংলাপের আয়োজন করা হবে।
আজকের অভিষেক সভায় উপস্থিত প্রতিনিধিরা হলেন- তারেক ইকবাল, মোঃ ইলিয়াস মিয়া, মিজানুর রহমান মিল্কি, , মনিরুল ইসলাম, আব্দুল আল নোমান, সাঈদ সাফিন, মোঃ কামরুল হাসান, নিহাল আবেদীন জয়, মোঃ ইকবাল হোসেন, মুমিনুল হক জুসেদ, জুবাইরুল গণি, জসিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের বিপ্লবকে ধারণ করে অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা তৃণমূল পর্যায়ে অধিকার সচেতন কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।