জালাল উদ্দিন কাউছার, উখিয়া:
শাহীন জাহান চৌধুরী, সীমান্ত উপজেলা উখিয়ায় মহীয়সী এই নারী রেখে গিয়েছেন শিক্ষাসহ সামাজিক সব কর্মকাণ্ডে অবদান।

তার স্মৃতি রক্ষার্থে কাজ করে চলা শাহীন জাহান চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে বৃত্তি পরীক্ষা।

উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পরীক্ষায় উপজেলার ৭৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর ৮৩৮ জন শিক্ষার্থী গ্রহণ করে। পরীক্ষা শেষে শুরু হবে খাতা মূল্যায়ন। রাতেই দেয়া হবে ফলাফল।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে সহধর্মিণী শাহীন জাহান চৌধুরীকে স্মরণ করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি জানান, ভবিষ্যতে এই পরীক্ষা টেকনাফেও বিস্তৃত করা হবে।

সুন্দর ব্যবস্থাপনায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ফাউন্ডেশনের উপদেষ্টারা আশাবাদী এই আয়োজন উপজেলার শিক্ষা প্রসারে রাখবে ভূমিকা।

প্রতিযোগিতামূলক এই উদ্যোগের কারণে সন্তানদের মেধা বিকশিত হবে বলে মনে করেন অভিভাবকরা।