রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে। এটা রাজনৈতিক দলের দায়িত্ব।’
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপি নেতারা। তারা বলেন, স্বাধীনতার সুফল তখনই পাওয়া যাবে, যখন দেশে পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসে।
মহান মুক্তিযুদ্ধকে পেছনে ফেলার ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। রাজনৈতিক দল প্রসঙ্গে বক্তব্য দেওয়ার সময় উপদেষ্টাদের আরও সতর্ক থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস যেন কেউ বিকৃত করতে না পারে সেজন্য সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।