সংবাদ বিজ্ঞপ্তি
অপসংস্কৃতির মূলোৎপাটন এবং সুস্থ সংস্কৃতির বিকাশে স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন “সুরেলা”-এর উদ্যোগে এবং কক্সবাজার আন্তর্জাতিক কিরাত সম্মেলন সংস্থার সার্বিক সহযোগিতায় আগামী ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার কক্সবাজারের হাশেমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মহা আড়ম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ইন্টারন্যাশনাল ক্বিরাত অ্যান্ড নাশিদ কার্নিভাল ২০২৪”।
কুরআনের এই মহতী উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন:
মাওলানা নজরুল ইসলাম
হাফেজ মাওলানা রিয়াদ হায়দার
আমিনুল ইসলাম হাসান
মুজ্জাম্মেল হক
এম ইউ বাহাদুর
মোহাম্মদ আমিন
মোহাম্মদ ওসমান
আব্দুল গফুর
হাফেজ জুনায়েদ রুবেল
উক্ত মতবিনিময় সভায় বক্তারা কার্নিভাল আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং অপসংস্কৃতির বিরুদ্ধে কুরআনি চেতনায় সুস্থ সংস্কৃতির প্রচার-প্রসার নিশ্চিত করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানটি ধর্মপ্রাণ মুসলিমদের জন্য একটি দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণার স্থান হিসেবে কাজ করবে বলে আয়োজকদের আশা। “সুরেলা” এই ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে কাজ করছে।
উল্লেখ্য, এই কার্নিভালে দেশি-বিদেশি খ্যাতনামা ক্বারি ও নাশিদ শিল্পীদের অংশগ্রহণ থাকবে। অনুষ্ঠানটি কক্সবাজারে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।