সংবাদ বিজ্ঞপ্তি:

ভারতের উস্কানী ও অপপ্রচারের বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। পতিত ফ্যাসস্টি
আওয়ামী লীগ ভারতের মাধ্যমে দেশে আবারো সংঘাত সৃষ্টির পায়ঁতারা করছে। দেশের মানুষ ভারতের চোখ রাঙানীকে আর পরোয়া করেনা। এবি পার্টি নেতা সাংবাদিক শামসুল হক শারেক উখিয়ার রত্মাপালং এবি পার্টির সংগঠক সমাবেশে একথা
বলেন।

ইউনিয়নের গয়ালমারা ষ্টেশনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উখিয়া উপজেলা এবিপার্টির আহবায়ক সৈয়দ হোসাইন চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন, যথাক্রমে উখিয়া উপজেলা য়ুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুল হাকিম খান, টেকনাফ উপজেলা যুগ্ম আহবায়ক হাজী ইয়াকুব আলী, উখিয়া উপজেলা সদস্য সচিব জাহেদুল ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. মোাহাম্মদ আলম।

উখিয়া উপজেলা এবিপার্টির আহবায়ক সৈয়দ হোসাইন চৌধুরী সম্প্রতি উখিয়া উপজেলা মাইক্রো বাস সমিতির সভাপতি মনোনিত হওয়ায় তাকে সংবর্ধিত করা হয়।

সাংবাদিক শারেক আরো বলেন, এবি পার্টি শুরু থেকেই রাষ্ট্র মেরামত ও জাতীয় ঐক্যের কথা বলে আসছে। এ বিষয়ে এখন গোটা জাতি ঐক্যবদ্ধ।

সভায় একঝাঁক তরুণ এবি পার্টির আদর্শে উদ্ভূদ্ধ হয়ে এবি পার্টিতে যোগদান করেন।