মো. আরকান, পেকুয়া:
পেকুয়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাশেল, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমেদ,পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেকুয়া প্রতিনিধি মাশরাফি ছরওয়ার হিরন প্রমূখ।
এছাড়া উম্মুক্ত আলোচনায় অংশ নেন পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু।
এসময় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতীয় জীবনে একটি শোকাবহ দিন। বেদনা-বিধুর এই দিনে গভীর শ্রদ্ধা আর অকৃত্রিম ভালোবাসায় স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। যারা মহান স্বাধীনতা যুদ্ধে চুড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন ওই শহীদের স্মরণে স্মৃতি চারণ করেন বক্তারা। এসময় বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেছেন উপস্থিত সকল শ্রেণির পেশাজীবি মানুষ।
অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের ব্যাক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।