সিবিএন ডেস্ক ;
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিলাখাদ গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিলে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। বক্তা গিয়াস উদ্দিন তাহেরির উসকানিমূলক বক্তব্যের ফলে এই হামলার ঘটনা ঘটে বলে দাবি পুলিশের।
এই ঘটনায় আখাউড়া থানার এসআই বাবুল মিয়া বাদী হয়ে গিয়াস উদ্দিন তাহেরিকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: হানিফ মিয়া (৬০), গোলাম সামদানী শিবলী (৫০), রিমন (২১)।
পুলিশ ভিডিও চিত্র ও তথ্য সংগ্রহের ভিত্তিতে শুক্রবার রাতে তাদের গ্রেফতার করে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
উসকানিমূলক বক্তব্য: গিয়াস উদ্দিন তাহেরি উপস্থিত জনতাকে বলেন, “আমার সব মাহফিলে পুলিশ বাধা দেয়। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
হামলার শুরু: বক্তব্যের পর জনতা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে।
আহত পুলিশ কর্মকর্তা: এসআই বাবুল মিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।