সিবিএন ডেস্ক:
দীর্ঘ প্রায় সাত বছর পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আবারও সভামঞ্চে বক্তব্য দিতে যাচ্ছেন। আগামী ২১ ডিসেম্বর ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে দেড় থেকে দুই হাজার বীর মুক্তিযোদ্ধার অংশগ্রহণের আশা করা হচ্ছে।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা দলের নেতারা জানান, প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। খালেদা জিয়ার উপস্থিতি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে। এর আগে ২০১৭ সালের ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সর্বশেষ বক্তব্য দেন তিনি।
এদিকে, সীমান্তবর্তী দুই জেলা পঞ্চগড় ও জামালপুরে ভারতীয় হস্তক্ষেপের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে বিএনপির সমাবেশ আয়োজনের সিদ্ধান্তও আলোচনায় এসেছে। সংশ্লিষ্টরা জানান, এই সমাবেশগুলো ভারতের বাংলাদেশবিরোধী অপপ্রচারের কড়া জবাব দিতে কার্যকর ভূমিকা রাখবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অনুযায়ী, ২২ ডিসেম্বর পঞ্চগড়ের বোদায় এবং ১৯ ডিসেম্বর জামালপুরের মাদারগঞ্জে দলীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।