ডিসেম্বরের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১৩৮ কোটি ১৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬ হাজার ৫৭৬ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।
দৈনিক গড় রেমিট্যান্স: ৯ কোটি ৮৭ লাখ ডলার বা ১,১৮৪ কোটি টাকা।
খাত সংশ্লিষ্টদের প্রত্যাশা: রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় রেকর্ড তিন বিলিয়ন ডলার ছাড়াবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রথম ১৪ দিনের মধ্যে বিভিন্ন উৎস থেকে এসেছে: রাষ্ট্রায়ত্ত ব্যাংক: ৪৪ কোটি ৭৬ লাখ ডলার।বিশেষায়িত ব্যাংক: ৬ কোটি ৯৪ লাখ ডলার।বেসরকারি ব্যাংক: ৮৬ কোটি ডলার।বিদেশি ব্যাংক: ৩৮ লাখ ৮০ হাজার ডলার।
৮-১৪ ডিসেম্বর: দেশে এসেছে ৭৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার।ডিসেম্বরের প্রথম সপ্তাহ: প্রবাসীরা পাঠিয়েছিলেন ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ডলার।
জুন ২০২৩: সর্বোচ্চ ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার।জুলাই ২০২৩: ১৯১ কোটি ডলার (গত ১০ মাসে সর্বনিম্ন)।আগস্ট ২০২৩: ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার।সেপ্টেম্বর ২০২৩: চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার।অক্টোবর ২০২৩: ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডলার।নভেম্বর ২০২৩: ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার।
অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এর ধারাবাহিকতায় প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে ভূমিকা রাখছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।