নিজস্ব প্রতিবেদক:
জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামীকে শুভেচ্ছা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়।
মহান বিজয়ের দিন সকালে ইসলামী ফাউন্ডেশন এর আলোচনা সভা শেষে কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সংবর্ধনায় উপ-পরিচালক ফাহমিদা বেগম, সহকারী পরিচালক সরওয়ার আকবরসহ সংশ্লিষ্ট মান্যগণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এ সময় জেলার বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম ও আলেমগণ মাওলানা আব্দুল খালেক নিজামীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন এবং আলেম সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানান।
সংবর্ধনার জবাবে মাওলানা আব্দুল খালেক নিজামী বলেন, জেলার প্রত্যেকটি এলাকার ইমাম এবং আলেম সমাজকে সুসংগঠিত করে তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনার চেষ্টা করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।