নিজস্ব প্রতিবেদক:
একাত্তরের মুক্তিযোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করেছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ)। এদিন মহান বিজয় দিবসের আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সম্মাননা প্রাপ্তরা হলেন, ১৯৭১ এর বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নেছার আহমদ ভূঁইয়া, ২০২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ চকরিয়ার আহসান হাবীবের পিতা হেলাল উদ্দিন ও মাতা হাসিনা বেগম, পেকুয়ার শহীদ ওয়াসিম আকরামের ছোট ভাই আরশেদ আলী এবং ঈদগাঁওর শহীদ নূর মোস্তফার পিতা শফি উল্লাহ।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে “তোমার চোখে আগামীর বাংলাদেশ” রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তারা হলেন, আইন বিভাগের ইসরাত রহমান (প্রথম), ডালিম বড়ুয়া (দ্বিতীয়) ও দিবা দেব স্মৃতিকা (তৃতীয়)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর তৌহিদ হোসেন চৌধুরী। মুক্তিযুদ্ধকালের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নেছার আহমদ ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ইমাম খাইর এর সঞ্চালনায় অনুষ্ঠানে আইন বিভাগের চেয়ারম্যান খান হাবিবা মোস্তারিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান তামান্না নওরিন আজম বক্তব্য রাখেন।
এ সময় প্রক্টর বদিউল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজয় দিবসের আলোচনায় বক্তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটাই প্রথম বিজয় দিবস। আজ ১৬ ডিসেম্বর। ৫৪তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। আজকের দিনটিতে বিজয়োল্লাসে ভাসবে দেশ, আনন্দে উদ্বেলিত হবে গোটা জাতি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।