নিজস্ব প্রতিবেদক:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন।

মহান বিজয়ের রাতে ফেডারেশনের কার্যালয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম হাসান।

প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের উপদেষ্টা আলহাজ্ব ফিরোজ আহমদ ওসমানী।

প্রধান মেহমান ছিলেন উপদেষ্টা জেবর মুল্লুক।

ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক খালেদ ওমর রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশিদ।

বক্তব্য রাখেন, লালদীঘির পাড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, কৃষি অফিস রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুর রশিদ, বস্ত্র কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি লোকমান সওদাগর।

বিজয় দিবসের আলোচনা সভায় ফেডারেশন এর সাহিত্য পাঠের সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক জাফর আলম, সদস্য আবুল কালামসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খানেকাহ হামেদিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রুহুল আশরাফ রমজান।