নিজস্ব প্রতিবেদক:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে কক্সবাজারস্থ সাতকানিয়া লোহাগাড়া সমিতি।

মহান বিজয়ের রাতে পৌরসভা মার্কেটস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী।

সমিতির সাধারণ সম্পাদক জেবর মুল্লুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আজীবন সদস্য আলহাজ্ব ফিরোজ আহমদ ওসমানী, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, সদস্য খালেদ ওমর রানা, হাসান তালুকদার।

মহান বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন, সমিতির ক্রিড়া সম্পাদক লোকমান সওদাগর, গিয়াস উদ্দিন রোকন, আবুল কালাম, আজিজ উদ্দিন দিনার, মহিউদ্দিন।

শুরুতে কুরআন তিলাওয়াত করেন নুরুন্নবী। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খানেকাহ হামেদিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রুহুল আশরাফ রমজান।